ঢাকার সাভারে মধুমতি মডেল টাউন এলাকা থেকে পিকআপ ভর্তি সাড়ে আট হাজার কেজি বৈদ্যুতিক তারসহ তিনজনকে আটক করেছে র্যাব-৪।
মঙ্গলবার দুপুরে র্যাব-৪ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকা থেকে পিকআপ ভর্তি চোরাই তার উদ্ধার করা হয়।
আটকেরা হলেন গাজীপুরের এমদাদুল ইসলাম, পাবনার মো. নাসির ও ভোলার লোকমান হোসেন।
র্যাব জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থেকে বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত চারটি কাটার ও একটি ওয়েট মেশিনসহ পিকআপ ভ্যানটি।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক তার চুরি করে সাভারসহ ঢাকার বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে বিক্রি করে আসছিল।
উদ্ধার হওয়া তার। ছবি: নিউজবাংলা
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া নিউজবাংলাকে বলেন, ‘উদ্ধার করা তার গুলো সড়কের পাশে থাকা পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সঞ্চালন লাইনের। আটক চোরকারবারিরা এসব তার কেটে প্লাস্টিকের আবরণের ভিতরে থাকা অ্যালুমিনিয়ামের মূল্যবান অংশ বের করে তা বিক্রি করত।
তিনি আরও বলেন, ‘আটকেরা র্যাব হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সাভার মডেল থানায় পাঠানো হবে। এছাড়া এই চক্রের বাকিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দাদের নজরদারি অব্যাহত রয়েছে।’