ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া নামে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার ইউনিয়নের তুলাতুলী এলাকার মেঘনা নদীর তীর থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ধনিয়া গ্রামের ইসমাইল হোসেন নদীতে হাত-মুখ ধোয়ার জন্য যান। ওই সময় মেঘনা নদীর তীরের ব্লকের ফাঁক দিয়ে তিনি সাপটি দেখতে পান। পরে সাপটিকে তিনি একটি প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ি নিয়ে আসেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ইসমাইল হোসেনের বাড়ি থেকে ভোলা বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
বন বিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সাপটিকে উদ্ধার করেছি। এটি কিলিংমেশিন খ্যাত রাসেল ভাইপার সাপ। পৃথিবীর ভয়ংকর বিষধর সাপের মধ্যে পঞ্চম। এ সাপের কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিস্কার হয়নি।’
তিনি আরো জানান, এটি পরে গভীর বনে মুক্ত করে দেয়া হবে।