বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদা তুলে বিদায় সংবর্ধনা!

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ০৯:২৬

সিভিল সার্জনের নির্দেশে বরিশাল সদর হাসপাতালের চিকিৎসক, নার্স এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাছ থেকে এই পরিমাণ টাকা চাঁদা তোলা হয়।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রায় দুই লাখ টাকা চাঁদা তুলে এক চিকিৎসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের অভিযোগ উঠেছে।

সিভিল সার্জনের নির্দেশে বরিশাল সদর হাসপাতালের চিকিৎসক, নার্স এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাছ থেকে এই পরিমাণ টাকা চাঁদা তোলা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেনের অবসরে যাওয়া উপলক্ষে সোমবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের একজন চিকিৎসক জানান, বিদায় সংবর্ধনা উপলক্ষে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাছ থেকে ৫০০ টাকা করে,

তৃতীয় শ্রেণির কর্মচারীদের কাছ থেকে ৭০০ টাকা করে, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের (নার্স) কাছ থেকে ১০০০ টাকা করে এবং চিকিৎসকদের কাছ থেকে সিনিয়র-জুনিয়র

ভেদে বিভিন্ন হারে টাকা তোলা হয়েছে।

সিভিল সার্জন উদ্যোগ নেয়ায় বাধ্যতামূলকভাবে সকলকেই অর্থ দিতে হয়েছে।বিদায় সংবর্ধনার দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসক বলেন, সংবর্ধনা নিয়ে হাসপাতালের মধ্যে দুইটি পক্ষ তৈরি হয়েছে।

যে পক্ষ দায়িত্ব পালন করতে পারেনি তারা নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা অনুষ্ঠানে আসেনি।এসব কারণে সেভাবে অনুষ্ঠানও করা সম্ভব হয়নি।

চাঁদা তুললেও তার জন্য কাউকে জোর করা হয়নি। কোনো নির্দিষ্ট হারও ধার্য করা হয়নি। সবার মতামতের ভিত্তিতে টাকা তোলা হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।বিভাগীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে, কাউকে বিদায় সংবর্ধনা দেয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করলেও সে জন্য কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে চাঁদা তোলার কোনো নিয়ম নেই। সিভিল সার্জনের নির্দেশে চাঁদা তুলে অনুষ্ঠান করা হয়ে থাকলে সেটা বেআইনি হয়েছে।

এ বিভাগের আরো খবর