ফরিদপুরের মধুখালী উপজেলায় সহপাঠীকে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে।
এ অভিযোগ এনে প্রতিবেশী রবিন শেখের (২০) বিরুদ্ধে মধুখালী থানায় রোববার রাতে মামলা করেছেন তিনি। তারা ফরিদপুরের একটি কলেজে পড়ালেখা করেন।
মামলায় বলা হয়েছে, রোববার মধুখালীর একটি দোকানে কম্পিউটার প্রশিক্ষণ শেষে বিকাশ থেকে টাকা তুলতে যাওয়ার পথে রবিনের সঙ্গে তার দেখা। রবিন নিজের মোবাইল থেকে তাকে বিকাশের টাকা দেয়ার কথা বলেন। কিন্তু টাকা নিজের মোবাইলে নিয়ে নেন। পরে বাড়ি গিয়ে টাকা আনতে বলেন।
রবিন বাড়ি ফিরে ফোন করে টাকা নিতে যেতে বলেন। দুপুর পৌনে দুইটার দিকে তিনি তার বাড়ি যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন রবিন। রবিনের পিতা-মাতা বাড়ি থাকলেও তার চিৎকারে এগিয়ে যাননি। এ সময় তার সন্ধানে স্বজনরা ওই বাড়ি গেলে রবিন পালিয়ে যান।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ওই ছাত্রী নিজেই মামলা করেছেন। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।