বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুটি ক্লিনিক-হাসপাতাল বন্ধ, একটিকে আল্টিমেটাম

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ০১:২৫

মিডপয়েন্ট হাসপাতাল ও এএফসি ফোর্টিজ বন্ধ ক্লিনিক বন্ধের পাশাপাশি আধুনিক হাসপাতালকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিন ক্লিনিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

নানা অনিয়ম ও নিয়মনীতি না মানায় ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেলে যশোর শহরের সেন্ট্রাল রোডে তিন ক্লিনিকে অভিযান চালিয়েছে দুটিই বন্ধ করে দিয়েছে।

মিডপয়েন্ট হাসপাতাল ও এএফসি ফোর্টিজ বন্ধ ক্লিনিক বন্ধের পাশাপাশি আধুনিক হাসপাতালকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিন ক্লিনিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্ব্ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় সঙ্গে ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন, মেডিক্যাল কর্মকর্তা রেহনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, আধুনিক হাসপাতালকে ভোক্তা অধিকার আইন না মানায় ৫০ হাজার টাকা ও হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার-নার্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাত দিন সময় দেয়া হয়েছে অসঙ্গতি দূর করে রিপোর্ট জমা দেয়ার জন্য, অন্যথায় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভ্রাম্যমান আদালত।

মিডপয়েন্ট হাসপাতালকে একই অভিযোগে ৫০ হাজার টাকা ও ল্যাবের যথাযথ পরিবেশ না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এএফসি ফোর্টিজ হাসপাতাললে পর্যাপ্ত ডাক্তার-নার্স না থাকা ও ল্যাবের যথাযথ পরিবেশ না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডাক্তার ছাড়া শুধু টেকনেশিয়ান দিয়ে ডায়ালেসিস করায় হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

সিভিল সার্জন অফিসের কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘আমাদের এ অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর