পুলিশ জানিয়েছে, বাসে রুপা পাচার হচ্ছে সংবাদে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে সোমবার নয় কেজি ১০০ গ্রাম রুপাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- চুয়াডাঙ্গার জীননগর উপজেলার গয়েশপুর গ্রামের সুন্নত আলীর ছেলে শাহজাহান আলী (৪০) ও রফিউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, বাসে রুপা পাচার হচ্ছে সংবাদে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। দুপুরে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস থেকে সন্দেহভাজন হিসেবে শাহজাহান ও সাইফুলকে আটক করা হয়। পরে তাদের ব্যাগে নয় কেজি ১০০ গ্রাম রুপা পাওয়া যায়।