ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বচসার জেরে ভাতিজার লাঠির আঘাতে আব্দুল মালেক নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের মধ্য মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক মধ্য মেড্ডা এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাস দেড়েক আগে ভাতিজা মনিরের কাছ থেকে সুদে দুই লাখ টাকা ঋণ নেন আব্দুল মালেক। তারিখ পার হলেও মালেক টাকা ফেরত দিতে পারেননি। এ নিয়ে আগেও চাচা-ভাতিজার বাকবিতণ্ডা হয়। এলাকায় সালিশ বসিয়ে সোমবার টাকা দেয়ার সময় থাকলেও মালেক দিতে পারবেন না বলে জানান।
এর জেরেই মনিরের সঙ্গে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা তার হতে থাকা লাঠি দিয়ে ভাতিজাকে আঘাত করে। পরে ভাতিজা সেই লাঠি ছিনিয়ে নিয়ে মালেককে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এসময় সেখানে থাকা ইটে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন মালেক। স্থানীয়রা মালেককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে চাচা আব্দুল মালেককে খুন করেছেন মনির। ঘটনার পর মনির পালিয়ে গেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।