বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতারু পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস।
সোমবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সাতার শুরু করে তিনি বিকেলে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত জলপথ বাংলা চ্যানেল হিসেবে পরিচিত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন মিশু বিশ্বাস।
অভিজ্ঞতা জানাতে গিয়ে মিশু বিশ্বাস নিউজবাংলাকে বলেন, ‘চার মাস আগেও সাঁতার জানতাম না আমি। এই কয়দিনে সাঁতার শিখে এমন একটি চ্যানেল পাড়ি দিতে পারব তা ভাবিনি। বিষয়টা সত্যিই আমার জন্য গর্বের। এই অর্জন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে উৎসাহ দিবে।’
মিশু বিশ্বাস আরও বলেন, ‘শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯ টা ২৫ মিনিটে সাঁতার শুরু করি। ১৬ কিলোমিটার পথ অতিক্রম করে বিকেল ৩ টা ৪৮ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাই।’
২০২১ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন মিশু বিশ্বাস।
এ ছাড়া ২০১৯ সালের নভেম্বর মাসে সিঙ্গাপুরে ও ডিসেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হাফ ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে সাফল্য দেখান তিনি। গত জানুয়ারি মাসে কক্সবাজারে অনুষ্ঠিত মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন দৌড়ে কৃতিত্ব দেখান এই গোয়েন্দা কর্মকর্তা।