যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে সোমবার দুপুরে একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।
এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। সোনার বারগুলোর ওজন সাড়ে তিন কেজি।
বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা নিউজবাংলাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মাঝিয়াড়া গ্রামের প্রদীপ সাহা ও ঢাকার গেন্ডারিয়া থানার কালীগঞ্জ শাহা রোডের পংকজ দত্ত।
তিনি জানান, ফেম পরিবহনের বাসটি শরীয়তপুর থেকে বেনাপোল যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় বাসটিতে তল্লাশি চালায়। এ সময় ওই বারগুলো উদ্ধার ও চোরাচালানে জড়িত তিন জনকে আটক করে।
তিনি আরও জানান, উদ্ধার করা সোনার মূল্য প্রায় দুই কোটি সাড়ে এক চল্লিশ লাখ টাকা।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলার প্রক্রিয়া চলছে।