রংপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর তাজহাট থানার মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে সজীব রায় নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করে।
অন্যদিকে, মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার চর চতুরা এলাকায় সোমবার বিকালে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আশিকুল ইসলাম (২২) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। আশিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য আইনে হারাগাছ ও তাজহাট থানায় মামলা করেছে বলেও জানান উত্তম প্রসাদ।