বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাকরির নামে প্রতারণা, আটক ২৮

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ১৯:৪৬

র‌্যাব জানায়, আটক প্রতারকরা ঢাকাসহ জেলার বিভিন্ন এলাকায় ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলে বসেছিলেন। দেশের বিভিন্ন স্থান হতে অর্ধশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল তরুণ/তরুণীদের আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে আনতেন তারা। এরপর ভুয়া নিয়োগপত্র দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।

ঢাকা ও এর আশপাশে অভিযান চালিয়ে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ২৮ জনকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে প্রতারণার শিকার ৫০ জনকে।

সোমবার দুপুরে র‌্যাব-৪ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চাকরির নামে প্রতারণার কথা স্বীকার করেছেন।

তাদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানায়, আটক প্রতারকরা ঢাকাসহ জেলার বিভিন্ন এলাকায় ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলে বসেছিলেন। দেশের বিভিন্ন স্থান হতে অর্ধশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল তরুণ/তরুণীদের আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে আনতেন তারা। এরপর ভুয়া নিয়োগপত্র দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।

রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা জেলার আশুলিয়া, সাভার, রাজধানীর মিরপুর ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় “জিম সিকিউরিটি লিমিটেড” নামের প্রতিষ্ঠান থেকে ১৪ প্রতারককে আটক ও ১৫জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় ৪০টি নিয়োগ বিজ্ঞাপন-ফরম, তিনটি ভর্তি ফরম, সাতটি হলফনামা, ১০টি আইডি কার্ড ও সাতটি যোগদানপত্র।

আটক ব্যক্তিরা হলেন- সোহেল রানা (৩২), মো. ইমরান (১৮), রাব্বি মাহমুদ (১৮), ইব্রাহিম শেখ (২৪), চয়ন বাড়ই (১৯), ফাহাদ (১৮), হাবিব (১৮), রাসেল (১৮), বাদল আহমেদ (১৮), তাওসিফ (২০), ইমরুল কায়েস (২৪), মোস্তাফিম মজরিনা হ্যাপি (২১), হালিমা আক্তার (১৮) ও জহুরা আক্তার বিথি (১৯)।

ঢাকা জেলার সাভারের কালমা এলাকা থেকে আয়কর অফিসে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে গিয়াস সরদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় দুটি ভুয়া নিয়োগপত্র ও ছয় জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

একটি প্রতিষ্ঠানের অফিস। ছবি: নিউজবাংলা

 

অপর অভিযানে রাজধানীর শাহ আলী থানাধীন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে “প্রসেস সিকিউরিটি সার্ভিস লিমিটেড” থেকে ভুয়া চাকরিদাতা ছয় জনকে আটক করা হয়। এসময় চার জন ভুক্তভোগীসহ ৬৫ টি জীবনবৃত্তান্ত ফরম, তিনটি সিল, একটি ব্যানার ও চারটি ডায়েরি উদ্ধার করা হয়।

আটকেরা হলেন- মোসলে উদ্দিন (৪২), ফজলুল ইসলাম সুনাম (৪০), আব্দুল মান্নান (৫২), রেজওয়ান মাহমুদ রনি (২১), রাজু চন্দ্র শর্মা (২৪), সাখাওয়াত হোসেন সজিব (২২)।

এ ছাড়া রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় “অয়স্টার ইন্টারন্যাশনাল লিমিটেড” নামের প্রতিষ্ঠান হতে ভুয়া চাকরিদাতা পাঁচজনকে আটক করা হয়। এসময় ১৬জন ভুক্তভোগীসহ দুটি ভর্তির আবেদন বই, দুটি অঙ্গীকারনামা বই, চারটি স্ট্যাম্প সিল, একটি ব্যানার, সাতটি আইডি কার্ড, টাকা জমার তিনটি বই, একটি টাকা খতিয়ান বই ও নগদ ৮ হাজার ৩৯৬ টাকা উদ্ধার করা হয়।

আটকেরা হলেন- আল-রাব্বি হাসান ওরফে পরিতোষ আওয়াল (৩৫), নুর কালাম (৩১), হাসিবুর রহমান (২১), ফয়েজ (২৮) ও মামুন মিয়া (২১)।

অভিযান চালিয়ে উদ্ধার করা কম্পিউটারসহ মালামাল। ছবি: নিউজবাংলা 

 

আরেক অভিযানে রাজধানীর প্রগতি সরণির নর্দা এলাকায় “অ্যামিকন সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড” হতে ভুয়া চাকরিদাতা দুই জনকে আটক করা হয়। সেখান থেকে নয় জন ভুক্তভোগী, ২২টি চাকরির বিজ্ঞাপন, ব্যাংকে টাকা জমার ১৮টি রশিদ, সাতটি রেজিস্টার বই, ৬৫টি জীবনবৃত্তান্ত ফরম, ৫০টি লিফলেট (প্রচারপত্র), ৭১ টি বিজ্ঞাপন, ৮টি সিল উদ্ধার করা হয়।

আটকেরা হলেন- গোলাম মোস্তফা (৫৫) ও তোফাজ্জল হোসেন (৫২)।

র‌্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাভার, আশুলিয়া ও রাজধানীর মিরপুরসহ সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রস্তুতি চলছে। এ ধরনের প্রতারকদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো খবর