গাজীপুরের কালিয়াকৈর বাজারে সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, বাজারের একটি মুদি দোকান থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহুর্তে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং আশপাশের টিনশেড, সেমি পাকা দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।
পরে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি, জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি এবং সাভার ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট ৬টি ইউনিটের কর্মীরা সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণনে আনেন।
কবীরুল আলম আরও জানান, ধারণা করা হচ্ছে মুদি দোকানের শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। তদন্ত হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে পাঁচ টার দিকে আগুন লাগার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে দোকানদারদের মালামাল কেউ লুট করতে না পারে।