দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিকভাবে পরিচালিত না হওয়ায় বরিশাল জেলার চারটি ইউনিটের কমিটি বাতিল করে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। পাশাপাশি পাঁচ জনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার স্বেচ্ছাসেবক লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাতিল করা কমিটিগুলো হলো, মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌরসভা, উলানিয়া ইউনিয়ন ও চাঁনপুর ইউনিয়সেনর কার্যকরী কমিটি।
এছাড়া সোমবার থেকে উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসনলাম চৌধুরী মিঠু, সহসভাপতি আব্দুল মতিন, সহসভাপতি হাবিবুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক ইয়াছিন রাজুকে উলানিয়া ইউনিয়ন এবং গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তারেক সরদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।