বানিয়াচংয়ে মোবাইল চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনাইদ মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইল চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনাইদ মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মক্রমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জুনাইদ উপজেলার মক্রমপুর গ্রামের আব্দুল রউফ মিয়ার ছেলে।
জুনাইদের বাবা আব্দুল রউফ জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জুনাইদ তার মোবাইল ফোনটি চার্জ করছিল। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের সংস্পর্শে চলে যায়।
পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।