দেশে প্রথমবারের মতো সিলেট নগরে চলছে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ। এরইমধ্যে কয়েকটি এলাকার বিদ্যুৎ লাইন ভুগর্ভস্থ করার কাজ সম্পন্ন হয়েছে।বিদ্যুৎ লাইন ভূগর্ভস্থ করার পর নগরীতে খুঁটির মধ্যে ঝুলে থাকা তারের জঞ্জাল অপসারণের কাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
সোমবার সকালে নগরির জিন্দাবাজার এলাকা থেকে বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা বিদ্যুৎসহ বিভিন্ন পরিসেবার তার অপসারণের কাজ শুরু করেছে সিসিকের কর্মীরা।
এতে জিন্দাবাজার এলাকার ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। নগরের প্রধান বাণিজ্যিক এলাকার ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীসহ বিভিন্ন অফিস। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে সিলেট নগরের ৮ কিলোমটার এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন ভূগর্ভস্থ করার কাজ সম্পন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এখন এসব এলাকায় ঝুলে থাকা বিদ্যুৎসহ বিভিন্ন পরিষেবার তার ও খুঁটি অপসারণের কাজ চলছে।
নগরির জিন্দাবাজারের বেসিক ব্যাংকের কর্মকর্তা রাশেদ আহমদ বলেন, ‘সকাল থেকে আমাদের অফিসে ইন্টারনেট নেই। ফলে ব্যাংকের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। গ্রাহকরাও ভোগান্তিতে পড়েছেন।’ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আম্বার আইটি সিলেটের ব্যবস্থাপক সঞ্জীব চৌধুরী জানান, বিদ্যুতের খুঁটি অপসারণের সময় ইন্টারনেটের তার কেটে ফেলায় অনেক গ্রাহকের ইন্টারনেট পেতে সমস্যা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশন বৈদ্যুতিক শাখা সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস জানান, ‘বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারের জঞ্জাল সরিয়ে নিতে সিটি করপোরেশন থেকে আগেই সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানকে বলা হয়েছে। বারবার তাদের সময়ও বাড়ানো হয়েছে। এখন আমাদের আর করার কিছু নেই।’ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা সিলেটকে একটি স্মার্ট পর্যটন নগরীতে পরিণত করতে চাই। যেখানে কোনো তারের জঞ্জাল, প্যাঁচগোছ থাকবে না। সে লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।’