চট্টগ্রামে ঢালাইয়ের কাজ দেখার সময় ছাদ থেকে পড়ে আব্দুল খালেক সওদাগর (৭০) নামে এক ভবন মালিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নির্মাণাধীন ভবনের চার তলার ছাদে ঢালাইয়ের কাজ দেখছিলেন খালেক সওদাগর। সে সময় তিনি পা পিছলে নিচে পড়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আবদুল খালেককে আহত অবস্থায় (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, খালেকের পরিবার ময়নাতদন্ত না করার আবেদন করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।