চট্টগ্রামের আগ্রাবাদ ও সীতাকুণ্ডে সোমবার আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তশারফ হোসাইন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এতে অটোরিকশার যাত্রী ফিরোজা বেগম ঘটনাস্থলেই মারা যান। ফিরোজা ওই এলাকার আজিজুল হকের মেয়ে।
এদিকে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. সৈয়দ আলম জানান, নগরের আগ্রাবাদে তিন চাকার একটি যানবাহন উল্টে রায়হান সুলতান রিয়াদ (২৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে বেতার ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ বাড়ির টিপু সুলতানের ছেলে। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউজে চাকরি করতেন।