বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে আগৈলঝাড়ার সুজনকন্ঠী এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোমবার তাকে আদালতে হাজির করা হলে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার মাসুদ মোল্লা আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা।
মামলার এজাহারে জানা গেছে, রেশন কার্ড করিয়ে দেবার কথা বলে মোঃ মাসুদ মোল্লা গত ২৬ নভেম্বর রাতে তার বাড়িতে ওই কিশোরী ও তার মা কে ডেকে নেন। ওই রাতেই কিশোরী ও তার মা মাসুদের বাড়িতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান। সে সময় কৌশলে কিশোরীকে তার মায়ের কাছ থেকে ঘরের ভেতর নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে মাসুদ মোল্লা। পরের দিন সকালে এ ঘটনার কথা তার মাকে জানান ওই কিশোরী।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, এ ঘটনায় পরে কিশোরীর মা রোববার রাতে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তদন্ত শেষ হলে ব্যাবস্থা নেয়া হবে।