জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবলীগ।
পরে প্রেসক্লাব চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন বলেন, একাত্তরে রাজাকার, আলবদর, আল শামস ও জামায়াত-শিবির কর্মীরা স্বাধীনতাবিরোধী কাজ করেছে। তখন তারা ব্যর্থ হয়েছিল। তারা আজ আবার জাগ্রত হয়েছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা দীর্ঘদিন ঘাপটি মেরে ছিল। এখন তারা আবার জেগে উঠেছে। জামায়াত-শিবিরকে প্রতিহত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হবে।সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাংগঠনিক সম্পাদক এএম তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের সাবেক সভাপতি সুদেব কুমার সাহা ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি।