উলিপুরের আত্মীয় বাড়ি যেতে পরিবারের কয়েকজন অটোবাইকে যাচ্ছিলেন। পথে খেঁজুরের তলা এলাকায় অটোবাইকটি মোড় নেয়ার সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন শান্তি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলন্ত অটোবাইক থেকে ছিটকে পড়ে এক নারী মারা গেছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেঁজুরের তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শান্তি রাণী রায় বড় ভিটা ইউনিয়নের চৌকিদার টারী গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মনের স্ত্রী।
নিহতের ভাসুর মনিন্দ্র নাথ রায় জানান, উলিপুরের আত্মীয় বাড়ি যেতে পরিবারের কয়েকজন অটোবাইকে যাচ্ছিলেন। পথে খেঁজুরের তলা এলাকায় অটোবাইকটি মোড় নেয়ার সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন শান্তি। তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।