র্যাব পরিচয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় রোববার রাতে ডাকাতির চেষ্টাকালে তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার বেলা ১১টায় পুলিশ লাইনসে প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওই তিন জন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিবি পরিচয়ে দীর্ঘ দিন ধরে ডাকাতি করে আসছিলেন।
তারা হলেন চক্রের হোতা ঢাকার সাভারের বাসিন্দা আরিফুল ইসলাম এবং নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুরের খোকন মিয়া ওরফে জামাল মিয়া ও মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি গ্রামের গাড়িচালক মো. হারুন ওরফে বাবু মিয়া।
তাদের কাছ থেকে দুইটি পিস্তল, চাবিসহ একটি হাতকড়া, একটি ওয়াকিটকি, সেনাবাহিনী ও স্পেশাল ফোর্স কমান্ড লোগোযুক্ত দুটি টি-শার্ট, নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত দুই জোড়া বুট, কালো ক্যাপ, ১১ বোতল ফেনসিডিল, ডাকাতির কিছু স্বর্ণ, ৯২ হাজার টাকা ও নানা ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এসপি তানভীর আরাফাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন জন ডাকাতি জড়িত থাকার কথা স্বীকার করছেন।
তারা জানিয়েছেন, ঢাকায় থাকাকালে তাদের ঘনিষ্ঠতা হয়। এরপর তারা দীর্ঘদিন ধরে গাড়ি নিয়ে কুষ্টিয়ায় এসে গরু ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ী, ভদ্র নারীদের টার্গেট করে কৌশলে ছিনতাই ও ডাকাতি করে আসছেন। এ পর্যন্ত তারা কুষ্টিয়ায় আটটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন।
তাদের নামে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির তিনটি মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।