গাজীপুরের কোনাবাড়ীতে নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে কারখানার এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে কোনাবাড়ীর আমবাগ এলাকার বাসা থেকে মাসুম বিল্লাহ (৩৮) নামের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তিনি কারখানাটির প্রোডাকশন ম্যানেজার ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে কারখানাটিতে সুইং অপারেটর হিসেবে যোগ দেন ওই নারী। এরপর থেকেই ওই কর্মকর্তা বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত ও অশ্লীল প্রস্তাব দিয়ে আসছিলেন।
এর মধ্যে ১ নভেম্বর রাতে কারখানা ছুটির পর ওই নারীর পিছে পিছে তার বাসায় যান মাসুম। পরে নাস্তা দিতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে বের হন ওই নারী।
এ ঘটনার পরদিনই কারখানা কর্তৃপক্ষের কাছে মৌখিক বিচার দেন ওই নারী। প্রথমে বিচারের আশ্বাস দিলেও পরে টালবাহানা শুরু করে কারখানা কর্তৃপক্ষ। পরে রোববার কোনাবাড়ী জিএমপি থানায় মাসুমের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন তিনি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মাসুমকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।