কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী কদমতলী গ্রামে আগুন লেগে ১৫টি ঘর পুড়ে গেছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোবারক আলী।
কদমতলী গ্রামের বাসিন্দা মমিন মিয়া জানান, তার ঘরে প্রায় সাত ভরি সোনা, তিন লক্ষ টাকা ও ৩০০ মণ ধান ছিল। প্রায় সবই পুড়ে গেছে।
একই গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দীন জানান, তার একটি কোয়েল পাখির ফার্ম ছিল। এক হাজারের বেশি কোয়েল ছিল ফার্মটিতে। তার স্বপ্ন ছিল ফার্মটি আরও বড় করার। তার আগেই সব শেষ।
প্রত্যক্ষদর্শী মমিন মিয়া জানান, অল্পের জন্য গরু-ছাগলগুলো রক্ষা পেয়েছে। গরু-ছাগলগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হলেও আসবাবপত্র ও অন্যান্য কিছুই সরাতে পারেননি তারা।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোবারক আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।