বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বান্দরবানে মহাপিণ্ড দানে শেষ কঠিন চীবর দানোৎসব

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ১৩:৩৪

খালি পায়ে বান্দরবান শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রায় দেড় শতাধিক বৌদ্ধ ভিক্ষু পিণ্ড (অর্থ, চাল, মোমবাতি, ফল, পূজাসামগ্রী) গ্রহণ করেন।

মহাপিণ্ড দানের মধ্য দিয়ে শেষ হয়েছে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।

মহাপিণ্ড দান উপলক্ষে সোমবার সকালে বান্দরবান খিয়ং ওয়া কিয়ং (রাজবিহার) থেকে বৌদ্ধ ভিক্ষুদের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় পিণ্ডদান করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পৌর মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাসসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

কথিত আছে, গৌতম বুদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে ছোয়াং (খাদ্য) সংগ্রহ করতেন। তারই ধারাবাহিকতায় বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বীরা যুগ যুগ ধরে এ উৎসব পালন করে আসছেন।

এ বছর প্রায় দেড় শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পিণ্ড (অর্থ, চাল, মোমবাতি, ফল, পূজাসামগ্রী) গ্রহণ করেন।

বৌদ্ধ ধর্মালম্বীদের পাশাপাশি দর্শনার্থীদের অংশগ্রহণে এ সময় বান্দরবান শহরজুড়ে সৃষ্টি হয় এক মিলনমেলার।

বান্দরবানে ১ নভেম্বর থেকে এ উৎসব শুরু করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে এ বছর করোনাভাইরাস মহামারির কারণে কিছু অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। অন্য বছরগুলোতে মেলা, বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকলেও এবার তা করা হয়নি।

এ বিভাগের আরো খবর