পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তার স্ত্রীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীর, তার স্ত্রী এলিজা বেগম এবং নেসার হাওলাদার, নাইম হোসেন ও মো. ইমরানকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় হামলার শিকার হন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মিয়া।
পটুয়াখালীর কলাপাড়ায় হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মিয়া। ছবি: নিউজবাংলা
ওইদিন রাত বারোটার দিকে তার স্ত্রী আকলিমা বেগম কলাপাড়া থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যানকে।
মামলার বিবরণে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় শাহ আলমের বিসমিল্লাহ ব্রিকফিল্ডের কার্যালয়ে চেয়ারম্যান বাহিনীর ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তারপর পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে রাতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি মোস্তাফিজুর জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।