নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে এই দুর্ঘটনায় নিহত জাহিদুল হাসান সিয়াম কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবু তাহের খোকনের ছেলে। সিয়াম শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুর রহিম জানান, সিয়াম রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তায় খেলতে বের হলে দ্রুত গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।
আহত সিয়ামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
সোমবার সকাল ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, রিকশা চালককে আটক করা যায়নি। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।