রোববার রাত সাড়ে ১০টার দিকে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ও কে এম ইকবাল হোসেন।
খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল জয়ী হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১২টিতে তারা জয় পেয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ও কে এম ইকবাল হোসেন।
বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে পাঠাগার সম্পাদক পদে মইনুদ্দিন মারুফ ও নির্বাহী সদস্য পদে এম কে বাশার জয়ী হন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোল্লা লিয়াকত আলী জানান, রোববার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলেন এক হাজার ৩৫৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ২২২ জন।