কুমিল্লার বরুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার আসামি ফারুক হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
সকাল দশটায় আসামিকে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে নেয়া হয়। সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহমেদ।
এদিকে হত্যার তিন দিন পার হলেও গ্রেফতার হয়নি মূল আসামি আবাদুল ইসলাম, তার ছেলে মাসুদসহ কয়েকজনকে।
মামলার বাদী ও নিহত জহিরের ছোট ভাই জোবায়ের হোসেন বলেন, এখনও বেশিরভাগ আসামিই ধরাছোঁয়ার বাইরে। এতে পুলিশের তৎপরতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
গেল বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া পৌরসভার স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল ইসলামকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার সঙ্গী মো. রানাকে (২২) কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, জমি নিয়ে জীবনপুর গ্রামের দুই পরিবারের দীর্ঘ দিনের বিরোধ মেটাতে সেখানে গিয়েছিলেন জহিরুল ও রানা।