বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীর বাসে ইয়াবা পাচার, স্বামী গ্রেফতার

  •    
  • ২৯ নভেম্বর, ২০২০ ২২:৩৯

নাজমুস সাকিব জানান, স্বপন নিজে এক সময় টিআর ট্রাভেলসের চালক ছিলেন। পরে পেশা পরিবর্তন করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। আর যে বাসটিতে যাত্রী বেশে ছিলেন সেটির মালিক তার স্ত্রী।

স্ত্রী বাসের মালিক। আর সেই বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার করছিলেন স্বামী। এমন অভিযোগে রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আমতলী এলাকা থেকে দুজনকে আটকসহ একটি বাস জব্দ করেছে র‍্যাব।  

আটক দুজন হলেন, ঢাকার মুগদা এলাকার মো. স্বপন মিয়া (৪০) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. খায়রুল ইসলাম দিপ্ত (২৬)।

স্বপন মিয়া বাস মালিকের স্বামী। দিপ্ত তার সহযোগী।  

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদে ভিত্তিতে রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় টিআর ট্রাভেলস পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তিনি জানান, বাসের আসনের নীচে বিশেষ কায়দায় লুকানো একটি ব্যাগে এক হাজার ৯৩০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ওই আসনের যাত্রী স্বপনকে আটক করে র‍্যাব। তার আরেক সহযোগী খায়রুল ইসলাম দীপ্তকেও আটক করা হয়।

নাজমুস সাকিব জানান, স্বপন নিজে এক সময় টিআর ট্রাভেলস পরিবহনের চালক ছিলেন। পরে তিনি পেশা পরিবর্তন করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। আর যে বাসটিতে তিনি যাত্রী বেশে ছিলেন সেটির মালিক তার স্ত্রী।

তিনি জানান, মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল এই সন্দেহে বাসটিও জব্দ করা হয়েছে।  

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে র‍্যাব। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আসামিদের সোমবার আদালতে হাজির করা হবে।

এ বিভাগের আরো খবর