সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়কের পাশে খেলার সময় ট্রাকের ধাক্কায় সোহান নামের এক শিশু নিহত হয়েছে।
রোববার উপজেলার পোজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে নানার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চার বছরের শিশু সোহান ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। এ ঘটনায় এলাকাবাসী চালকসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতরা হলেন, ড্রাইভার জেলহক হোসেন, হেলপার ইমরান হোসেন ও আলামিন হোসেন।
স্থানীয়রা জানান, রোববার সকাল ৮টার দিকে শিশু সোহান পার-জামিরতা নানা বাড়ি বেড়াতে গিয়ে সড়কের পাশে খেলা করছিল। এ সময় ট্রাকটির ধাক্কায় সোহান ছিটকে পড়ে। আশপাাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় সোহানকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা য়ায়।
নিহতর নানা নিজাম উদ্দিন জানান, এ দিন সকালে মায়ের সঙ্গে শিমু সোহান তার বাড়িতে বেড়াতে আসে। সকালে সবার অজ্ঞাতেই সে সড়কের উপর খেলতে যায়।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।