কম খরচে বেশি সুফলদায়ক প্রযুক্তি উদ্ভাবনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
রোববার দুপুরে ফরিদপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, ‘অল্প খরচে অধিক বিদ্যুৎ উৎপাদনের জন্য গবেষণা করতে হবে। সম্পদের ক্ষতি না করে নতুন সম্পদ তৈরির ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।’
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মো. সজীব। সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাসার।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার, মুসলিম কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন।
বিজ্ঞান প্রতিযোগিতায় আটটি উচ্চ বিদ্যালয় ও পাঁচটি কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেন।