বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আমবাগান এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের জন্যই চালক দুলাল মিয়াকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আলমগীর হোসেন, বাতেন মিয়া, লিটন মিয়া ও শুক্কর আলী। তারা প্রত্যেকেই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, শনিবার রাত নয়টার দিকে গ্রেফতার চারজনকে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম হাফিজ আল হাসানের আদালতে নেয়া হলে ১৬৪ ধারার জবানবন্দি দেন দুজন। সেখানে আলমগীর হোসেন ও বাতেন মিয়া অটোরিকশা চালক দুলাল মিয়াকে হত্যা কথা স্বীকার করেন। পরে তাদের আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ‘লিটন মিয়া ও শুক্কুর আলী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করায় রোববার পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।’
ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ নভেম্বর রাতে নিহত দুলাল মিয়ার স্ত্রী জহুরা খাতুন অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ২৭ নভেম্বর রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেফতার করা হয়।
দুই আসামির স্বীকারোক্তির পর তাদের দেয়া তথ্যে রশি, চাকু ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
গত বুধবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ দুলাল মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।