চাঁদপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রোববার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিন জন।
নিহত ব্যক্তি অটোরিকশাটির চালক। তার নাম মোরশেদ পাটোয়ারী (৩০)। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- চাঁদপুর জজ কোর্ট এলাকার বাসিন্দা আ. মালেক (৪০), তার স্ত্রী রুনু বেগম (৩৫) ও তাদের ছেলে মেহেদী (৭)।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ জানান, বিকেলে ধানুয়া এলাকার ভাড়মন্দ মোড়ে ফরিদগঞ্জগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মোরশেদ মারা যান। পরে অটোরিকশার ভেতরে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হক জানান, গুরুতর আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি জানান, ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।