ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে কয়েকজন বাংলাদেশী বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শনিবার রাত ১২টার দিকে মহেশপুর উপজেলার চাপাতলা গ্রাম থেকে দুজন, রোববার সকালে মাটিলা গ্রাম থেকে নারী ও শিশুসহ তিন জন এবং একাশীপাড়া মোড় থেকে পাঁচ জনকে আটক করা হয়।
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার অপরাধে অভিযোগে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।