চলমান দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির ২৯ লাখ ৪৭ হাজার ৬৯৬ টাকা রোববার অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অগ্রণী ব্যাংক চমেক শাখায় চারটি ব্যাংক অ্যাকাউন্টে এসব টাকা জমা রয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নামে একাধিক ক্যান্টিন রয়েছে। এসব ক্যান্টিন হাসপাতাল কর্তৃপক্ষের হলেও সেগুলো ভাড়া দিয়ে টাকা তুলে নেয় সমিতি। এসব টাকা সমিতির নামে ব্যাংকে জমা রয়েছে। সরকারি স্থাপনা ভাড়া দিয়ে কর্মচারীদের নামে টাকা জমা রাখা বেআইনি। এটি এক ধরনের দুর্নীতি। তাই টাকাগুলো অবরুদ্ধ করা হয়েছে।
অগ্রণী ব্যাংক চমেক শাখার ব্যবস্থাপক লক্ষ্মণ চন্দ্র দাশ বলেন, হাসপাতাল কর্মচারী সমিতির চারটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধে নির্দেশ দিয়েছে দুদক।
কিছুদিন ধরে চমেক হাসপাতালের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে অনুসন্ধান করছে দুদক।
দুদকের উপসহকারী পরিচালক শরিফ উদ্দিন আরও বলেন, ‘শুধু কর্মচারী সমিতির ক্যান্টিনের টাকা নয়, আমরা হাসপাতালের টেন্ডার শাখা নিয়েও অনুসন্ধান করছি। ইতিমধ্যে বিভিন্ন অনিয়ম বেরিয়ে এসেছে। এর মধ্যে ২৫ ও ২৬ নভেম্বর চমেক হাসপাতালের সাবেক উপ-পরিচালক ও রক্ত পরিসঞ্চালন বিভাগের এক চিকিৎসকসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে শিগগির জিজ্ঞাসাবাদ করা হবে।’