রোববার সকাল ১০ টার দিকে চান্দগাঁও এলাকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগররে চান্দগাঁও এলাকায় কাজ করার সময় নির্মাণাধীন ড্রেনে পড়ে মো. রুবেল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে চান্দগাঁও এলাকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ভোলা জেলার মো. শফীর ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমকে) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন নিউজবাংলাকে জানান, রুবেলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।