বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‌নির্মাণাধীন ভবনে মিলল শ্র‌মিকের মরদেহ

  •    
  • ২৯ নভেম্বর, ২০২০ ১২:১৯

সকাল ৬টার দিকে ভবনের নিচ তলায় ওই শ্র‌মিকের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে জানানো হয়।

ব‌রিশা‌ল নগরীর এক‌টি নির্মাণাধীন ভবন থে‌কে আব্দুল কুদ্দুস নামে এক নির্মাণশ্র‌মি‌কের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কলেজ এ‌ভি‌নিউ এলাকার ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ।

মৃত আবদুল কুদ্দুসের (৪৫) বাড়ি ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার ৪ নম্বর রানাপাশা গ্রামে। তিনি নগরীর পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই নির্মাণাধীন ভবনে তিনি টাইলস বসানোর কাজ করছিলেন।

ভবনটির মা‌লিক রাশেদ মাহামুদ অপু জানান, সকাল ৬টার দিকে ভবনের নিচ তলায় ওই শ্র‌মিকের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে জানানো হয়।

ওই ভবনেরই এক শ্রমিক ওবায়দুল মৃধা বলেন, ‘শনিবার সন্ধ্যায় সব শ্রমিক একসঙ্গে কাজ শেষে বের হই। কিন্তু কুদ্দুস বের হইছিল কি না তা বলতে পারি না।’

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার সহকা‌রী ক‌মিশনার মো. রা‌সেল জানান, পুলিশ নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। প‌রিবা‌রের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি শা‌রীরিকভাবে অসুস্থ ছিলেন ।

মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান কমিশনার।

এ বিভাগের আরো খবর