যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামে ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার ভোর ৬টার দিকে নড়াইল-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙা গ্রামের বাসিন্দা ছিলেন।
এনামুলের চাচাতো ভাই ইদ্রিস শেখ জানান, এনামুল যশোরের আড়ত থেকে নানা ধরনের কাঁচা সবজি পাইকারি দরে কিনে সেগুলো নড়াইলের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতেন। রোববার ভোরে কাঁচামাল আনার জন্য নছিমনে করে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। যশোর-নড়াইল সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নছিমনটির। সে আঘাতে মাথা ফেটে যায় এনামুলের।
পরে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত নছিমনচালক জাহিদুর রহমান ওই হাসপাতালে ভর্তি আছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।