ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে এক অগ্নিকাণ্ডে একটি বাড়ির ১২টি কক্ষ পুড়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকায় মৃত তমিজ উদ্দিনের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, তমিজ উদ্দিনের স্ত্রী মোসাম্মৎ ফুলবানু রান্না করার জন্য চুলা ধরাতে গেলে রান্নাঘরে আগুন ধরে যায়। তখন তিনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে আর কেউ না থাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে বাড়ির ১২টি কক্ষ পুড়ে যায়।
একতলা ওই বাড়িতে ফুলবানু ছাড়াও কয়েকজন পোশাককর্মী ভাড়ায় থাকেন। তারা সেই সময় বাড়িতে ছিলেন না।
স্থানীয় লোকজন ভালুকা ফায়ার সার্ভিসে খবর দিলে এর দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ থাকায় রান্নাঘরে আগে থেকেই গ্যাস জমে ছিল। রান্না করার জন্য চুলা জ্বালাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি । এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।