বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুরে ট্রাকচাপায় এসআই নিহত

  •    
  • ২৮ নভেম্বর, ২০২০ ২৩:১৭

নিহত এসআই (উপপরিদর্শক) সাইফুর রহমান গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বেক্সিমকো শিল্পপার্ক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী কনস্টেবল মো. তুহিন।

গাজীপুর নগরের মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে ট্রাকের চাপায় শিল্পপুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক ও সহকারীকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।

নিহত এসআই (উপপরিদর্শক) সাইফুর রহমান (৫০) গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বেক্সিমকো শিল্পপার্ক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী কনস্টেবল মো. তুহিন (৪০)।

নিহত সাইফুর রহমান ঠাকুরগাঁও সদরের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। তুহিনের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাসন থানার এসআই মো. সফিউল আলম জানান, শনিবার বিকেলে সাইফুর রহমান ও তুহিন অফিসের কাজ শেষে একটি মোটরসাইকেলযোগে চন্দ্রা এলাকার বেক্সিমকো শিল্পপার্ক পুলিশ ফাঁড়ি হতে শিল্পপুলিশ লাইনসের উদ্দেশে রওনা হন। পথে ঢাকা বাইবাস সড়কের মোগরখাল এলাকায় (গাজীপুর পুলিশ লাইনসের প্রায় ৩০০ গজ পশ্চিমে) বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই জনই ছিটকে রাস্তায় পড়ে যান।

এতে এসআই সাইফুর বুকে এবং কনস্টেবল তুহিন ডান হাতে প্রচণ্ড আঘাত পান। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে সাইফুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কনস্টেবল তুহিন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। চালক মো. আরিফ (২০) ভোলার লালমোহন উপজেলার পন্ডিতবাড়ি এলাকার হারুন সিকদারের ছেলে এবং সহকারী মো. আমজাদ হোসেন (১৯) নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের ওসমান গণির ছেলে।

শিল্পপুলিশ গাজীপুর-২ অঞ্চলের (কোনাবাড়ী) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, ১৯৯২ সালে সাইফুর রহমান পুলিশ বাহিনীতে যোগ দেন। তিন মাস আগে তিনি শিল্পপুলিশের এসআই হিসেবে গাজীপুরের বেক্সিমকো শিল্পপার্ক ফাঁড়িতে যোগ দেন।

এ বিভাগের আরো খবর