ময়মনসিংহে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে ১২ লাখ টাকাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার সন্ধ্যায় নগরীর জামতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মাহফুজ, সজিব মিয়া ও মাহবুবু করিম বাবু। তারা সবাই জামতলা মোড় এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইন জুয়ায় প্রলুব্ধ করে এলাকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অনেক পরিবার এখন নিঃস্ব। এমন অভিযোগে গোয়েন্দা পুলিশ সেখানে নজরদারী বাড়িয়েছিল। সন্ধ্যায় জামতলায় অভিযান চালিয়ে ১২ লাখ ১১ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন ও কিছু কাগজপত্রসহ তিন জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ওসি শাহ কামাল।