বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলছাত্রী ধর্ষণের শিকার, যুবক আটক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ নভেম্বর, ২০২০ ২২:১১

ওসি রেজাউল করিম জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হারুন শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার হারুন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় ওই ছাত্রী বাড়িতে পড়ালেখা করছিল। এ সময় হারুন শেখ কৌশলে ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করে তা মোবাইলে ধারণ করেন।

এজাহারে বলা হয়, কাউকে কিছু বললে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবেন বলে হারুন ওই ছাত্রীকে হুমকি দেন। ওই ছাত্রী পরিবারকে ঘটনাটি জানায়।  

এ ঘটনায় ওই ভুক্তভোগীর পরিবার শুক্রবার মামলা করলে পুলিশ হারুন শেখকে আটক করে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হারুন শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর