সাগর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে গলাকাটা লাশটি উদ্ধার করে।
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার বেড়িবাঁধের ঝাউবাগান এলাকা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে সাগড় পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে একটি বেগুনি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি আছে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, সাগর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে গলাকাটা লাশটি উদ্ধার করে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।