নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনকারীর কাছ থেকে টাকা আদায় করায় ফটোকপির দোকানী রমজান মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে আড়াইহাজার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিউজবাংলাকে জানান, আড়াই হাজারে প্রায় এক বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের নাম বলে প্রতারণা করে আসছিল রমজান। সে কয়েকদিনে ৮ জনের কাছ থেকে পুলিশের নাম করে টাকা নিয়েছেন। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনকারীদের সঙ্গে প্রতারণা করায় তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃত রমজান মিয়া (২৫) উপজেলার সদর পৌরসভার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ও পিংকি সুপার মার্কেটের ফটোকপির দোকানী।