পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শেষ হলে এমন আরেকটি প্রকল্প দেশের দক্ষিণাঞ্চলের জন্য করা হবে বলে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার দুপুরে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে প্রকল্পে কর্মরত দেশী-বিদেশী কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন পর আমরা উন্নয়নের সুযোগ পেয়েছি। এ সুযোগকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে কাজ করছি; আশা করছি সফল হব।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সারাদেশে নৌ পথ উন্নয়নের কাজ চলছে। এরইমধ্যে টেন্ডার কার্যক্রম শেষ হয়েছে। অল্প দিনের মধ্যেই ঠিকাদাররা কাজ শুরু করার জন্য ওয়ার্ক অর্ডার পেয়ে যাবে। শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার দেশে নতুন করে ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরিতে সক্ষম হবে সরকার।’
এ সময় বক্তব্য রাখেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী রাশিয়ান কোম্পানি অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট (এএসই) ভাইস প্রেসিডেন্ট সোর্গেই লাস্টোস্কিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাস্মদ আকবর হুসেইন ও প্রকল্পের উপ-পরিচালক হাসিনুর রহমান।
এর আগে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, রূপপুর প্রকল্পে মালামাল আনা-নেয়ার জন্য মোংলা থেকে রূপপুর পর্যন্ত ৯৯৭ কোটি টাকা ব্যয়ে নৌরুটের কাজ চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ের জন্য ডিপিপি অনুমোদনের কাজ চলছে। উত্তরবঙ্গের মানুষের দাবীতে নগরবাড়ি থেকে আবারও ফেরি সার্ভিস চালু করা হবে।