বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ নভেম্বর, ২০২০ ২০:১৮

শুক্রবার রাতে ঘটা ওই ঘটনায় শনিবার দুপুরে গৃহবধূর স্বামী তৈয়বুর রহমানকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

নীলফামারীর ডোমার উপজেলায় এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঘটা ওই ঘটনায় শনিবার দুপুরে গৃহবধূর স্বামী তৈয়বুর রহমানকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

নিহত নিলুফা বেগম ডোমারের বোদাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিলুফা বেগমের (৪০) সঙ্গে একই গ্রামের তৈয়বুর রহমানের (৫০) ২৫ বছর আগে বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তৈয়বুর রহমানের পরকীয়া প্রেমের সূত্র ধরে সংসারে অশান্তি শুরু হয়। প্রেমিকার সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে  স্ত্রীর হাতে ধরা পড়েন তৈয়বুর। 

তাদের ছেলে স্বাধীন জানান, শক্রবার রাতে নিলুফা এবং তৈয়বুরের সঙ্গে ঝগড়া হয়। পরে প্রতিবেশীরা তাদের বুঝিয়ে ঝগড়া মিমাংসার চেষ্টা করেন। শনিবার ভোরে পাশের ঘরের দরজা বন্ধ দেখে বেড়ার ফাঁক দিয়ে দরজা খুলে তার মাকে ঘরের সরের সঙ্গে ঝুলে থাকতে দেখতে পায় স্বাধীন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন।

ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী তৈয়বুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

 

এ বিভাগের আরো খবর