নিহত মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৩৫) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া কালাগাজির গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের কর্ণফুলী থানার ফকিরনীরহাট এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৩৫) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া কালাগাজির গ্রামের বাসিন্দা।
কর্ণফুলীর শাহ মিরপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা নাছির উদ্দিন জানান, মোটরসাইকেল-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শহিদুল নিহত হন। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়েছে।