বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুরের হাজি কলোনিতে আগুন লেগে ১৬টি বসতঘর পুড়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুরাদপুরের ১নং স্টেশন এলাকার নাজিরপাড়ার হাজি কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, আগুনের খবরে বায়েজিদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ২ ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।