সাব্বিরের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে তার সঙ্গে শারীরিক সম্পর্কে গড়ে তোলেন সাব্বির। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।
বরিশালের আগৈলঝাড়ায় কিশোরী ধর্ষণ মামলায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে আগৈলঝাড়ায় নিজ বাড়ি থেকে আসামি সাব্বির মোল্লাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, সাব্বিরের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে তার সঙ্গে শারীরিক সম্পর্কে গড়ে তোলেন সাব্বির। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। এর পর পরই সাব্বিরকে গ্রেফতার করা হয়।
শনিবার ওই কিশোরীকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান ওসি ছরোয়ার।