শাড়িতে আগুন লেগে হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিতা রানী দেবী কামারগাঁও গ্রামের রঙ্গেশ দেবের স্ত্রী। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম, রিতা শারীরিক প্রতিবন্ধী ছিলেন। শুক্রবার রাতে বাড়িতে কোন কেউ না থাকায় রান্না করতে যান তিনি। এ সময় চুলার আগুন তার শাড়িতে লেগে যায়। রিতার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভায় কিন্তু ততক্ষণে তিনি প্রাণ হারান।
এসআই রেজাউল করিম আরও জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।